অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করোনা ভ্যাকসিনের তৃতীয় তথা শেষ ধাপের ট্রায়াল চলছে। ব্রিটেন, আমেরিকা, ব্রাজিল মিলিয়ে ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের উপর শেষ পর্যায়ের এই ট্রায়াল চলছে। শীঘ্রই শেষ হবে ট্রায়াল। আজ সোমবার এই টিকার প্রথম পর্বের ট্রায়ালের ফলাফল প্রকাশ করা হবে।
এরই মধ্যে ভারতীয়দের উপর অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি প্রতিষেধকটির ট্রায়াল শুরুর দিনক্ষণ জানিয়ে দিয়েছে এর উৎপাদনের দায়িত্বে থাকা বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারক সংস্থা ভারতের সিরাম ইনস্টিটিউট।
‘টাইমস নাউ’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগস্ট মাস থেকেই ভারতে অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু করতে চলেছে সিরাম ইনস্টিটিউট।
গত শনিবার অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করোনা প্রতিষেধক সম্পর্কে বড়সড় সিদ্ধান্তের কথা জানালেন সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা। তিন মাসের মধ্যেই অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করোনা প্রতিষেধকের লক্ষাধিক ডোজ তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে সিরাম ইনস্টিটিউট। তবে সুরক্ষার কথা মাথায় রেখে ভ্যাকসিন বাজারে ছাড়ার ক্ষেত্রে কোনো রকম তাড়াহুড়ো করা হচ্ছে না বলে জানান আদর পুনাওয়ালা।
অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করোনা টিকার সম্পর্কে লন্ডনের বার্কশায়ার রিসার্চ এথিক্স কমিটির চেয়ারম্যান ডেভিড কার্পেন্টার জানান, নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে সমস্ত পরীক্ষা-নিরীক্ষা। সেপ্টেম্বরের মধ্যেই মিলতে পারে অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করোনা প্রতিষেধক। অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করোনা প্রতিষেধকের ট্রায়ালের অনুমতি দেওয়া বা এর পর্যবেক্ষণের দায়িত্ব রয়েছে এই বার্কশায়ার রিসার্চ এথিক্স কমিটির উপরেই।
অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি ভ্যাকসিনটির তৃতীয় তথা শেষ ধাপের ট্রায়াল চলছে। করোনার বিরুদ্ধে দীর্ঘমেয়াদী প্রতিরোধ গড়তে সক্ষম তাদের তৈরি টিকা, এমনটাই দাবি করেছেন অক্সফোর্ডের প্রতিষেধক গবেষণার প্রধান ডঃ সারা গিলবার্ট।
ডঃ গিলবার্ট জানান, করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সফল হয়েছে এই টিকা। একাধিক পরীক্ষায় তার প্রমাণও মিলেছে। শুধু তাই নয়, তাদের তৈরি এই প্রতিষেধক করোনার বিরুদ্ধে বছর খানেক ধরে প্রতিরোধ গড়তে সক্ষম বলে দাবি গিলবার্টের।
সূত্র : জি নিউজ।