আখেরি মোনাজাত কাল: ইজতেমা এলাকায় শনিবার রাত ১২টা থেকে বন্ধ গণপরিবহন

আগামীকাল রবিবার (২ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত হবে। এ জন্য শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বিশ্ব ইজতেমা এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার নাজমুল করিম খান জানান, শনিবার রাত ১২টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

ইজতেমা ময়দানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জিএমপি কমিশনার নাজমুল করিম খান। ছবি: সংগৃহীত

এছাড়াও টঙ্গী-কামারপাড়া সড়কে সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে বিকল্প পথে ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহন গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলো ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট সড়ক ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। এ সময় এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি বা যানবাহন চলতে দেওয়া হবে না। তবে ইজতেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকবে।

এদিকে, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন শনিবার (১ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা খোরশেদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে।

বয়ানে নিজের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করা এবং দ্বীনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি এবং বিশ্বের মুসলমানদের কীভাবে ঐক্যবদ্ধ করা যায়, সেসব বিষয়ে আলোচনা করা হয়।

সকাল ১০টার পর থেকে বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিম করেন তাবলিগের মুরুব্বিরা। এরপর ওলামাদের উদ্দেশ্যে বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। যোহর নামাজের পর মাওলানা ইসমাঈল গোদরা.. সমবেত মুসুল্লিদের উদ্দেশ্যে তালিম করেন। বাদ আসর হবে ইজতেমার বিশেষ আয়োজন। এরপর পড়ানো হবে যৌতুক বিহীন বিয়ে। বাদ মাগরিব মাওলানা ইব্রাহীম দেওলার বয়ানে শেষ হবে আজকের আয়োজন।

অন্যদিকে, ইজতেমায় অংশ নিতে গিয়ে ইয়াকুব আলী (৬০) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। মৃত ইয়াকুব আলী হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মৃত নওয়াব উল্লাহর ছেলে।

এর আগে শুক্রবার সারাদিনে আব্দুল কুদ্দুস গাজী (৬০) ও ছাবেত আলী (৭০) নামে দুজন মুসল্লি মৃত্যুবরণ করেন। ইজতেমার শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।

তিন ধাপে হবে এবারের বিশ্ব ইজতেমা। বাংলাদেশ তাবলিগ জামাত শুরায়ে নেজামের অধীনে আগামী ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব-ইজতেমার প্রথম ধাপ। এরপর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে। ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের নিকট ময়দান বুঝিয়ে দেবেন সাদ অনুসারীরা।

Comments (0)
Add Comment