আকাশ প্রতিরক্ষা দৃঢ় করছে ইরান

ইরানের সামরিক বাহিনী দেশটির কেন্দ্রস্থলে অবস্থিত নাতাঞ্জ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছাকাছি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দৃঢ় করছে। সম্প্রতি এই এলাকায় আকাশ প্রতিরক্ষা বিষয়ে মহড়া শুরু করেছে তারা। খবর টাইমস অব ইসরায়েলের।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এটি দেশজুড়ে পরিকল্পিত এক সামরিক মহড়ার অংশ।

ইরানের সামরিক বাহিনীর অংশ ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং সেনাবাহিনী একত্রে এই মহড়া পরিচালনা করছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, ‘আকাশ প্রতিরক্ষা সদর দপ্তরের কমান্ডারের নির্দেশে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে যৌথ একতেদার মহড়ার প্রথম ধাপ শুরু হয়েছে।’

টেলিভিশন প্রতিবেদনে আরও জানানো হয়, আইআরজিসির বিমানবাহিনী কঠিন ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা বৈদ্যুতিক যুদ্ধ পরিস্থিতিতে ‘বহুমুখী বিমান হুমকির বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিরক্ষার’ মহড়া পরিচালনা করছে। এর আগে, গত সোমবার আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনী বলেন, ‘এই মহড়া মার্চের মাঝামাঝি পর্যন্ত ইরানের অন্যান্য অংশেও চালানো হবে।’

আলী নাইনী বলেন, ‘উদ্ভূত নতুন নিরাপত্তা হুমকির জবাব হিসেবে এই মহড়া পরিচালিত হচ্ছে।’ তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। তিনি আরও বলেন, ‘আইআরজিসির বিভিন্ন শাখা, যেমন নৌবাহিনী এবং আধাসামরিক বাসিজ বাহিনীও এই মহড়ায় অংশ নেবে।’

অক্টোবরের শেষের দিকে ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালায়। যার ফলে দেশটির আকাশ প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করে তেল আবিব। এটি ওই মাসের শুরুতে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় করা হয়েছিল।

Comments (0)
Add Comment