আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ একটা সময় পার করছেন মেহেদী হাসান মিরাজ। দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সের পর এবার আইসিসির কাছ থেকেও এল সুখবর। এপ্রিল মাসের সেরা খেলোয়াড় হওয়ার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার।
মিরাজের সঙ্গে মনোনয়ন পেয়েছেন জিম্বাবুয়ের দীর্ঘদেহী পেসার ব্লেসিং মুজারাবানি এবং নিউজিল্যান্ডের উঠতি পেসার বেন সিয়ার্স। ভোটিং চলছে, যেখানে দর্শকরাও অংশ নিতে পারেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসির নির্ধারিত ভোটিং একাডেমি।
সিলেট টেস্টে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে পাঁচ এবং দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট নিয়ে ম্যাচে ১০ উইকেটের কীর্তি গড়েন মিরাজ। যদিও সেই ম্যাচে হার দেখতে হয় বাংলাদেশকে, তবু তার স্পিনের ঘূর্ণিতে কুপোকাত হয় প্রতিপক্ষ। দ্বিতীয় টেস্টে চিত্র ভিন্ন। ব্যাট হাতে ১০৪ রানের ইনিংস খেলেন, পরে বল হাতে নেন আরও পাঁচ উইকেট। ইনিংস ব্যবধানে বাংলাদেশের জয়ে বড় অবদান ছিল তার। সিরিজে মোট ১৫ উইকেটের পাশাপাশি ব্যাটে ১১৬ রান-এমন অলরাউন্ড পারফরম্যান্সেই ওঠে সিরিজ সেরার পুরস্কার।
২০২১ সালে চালু হওয়া আইসিসির মাসসেরা খেলোয়াড় পুরস্কারে এখন পর্যন্ত বাংলাদেশি ক্রিকেটাররা খুব কমবারই জায়গা করে নিতে পেরেছেন। মুশফিক, সাকিব ও নাহিদার পর এবার সেই সম্ভাবনায় উজ্জ্বল নাম মিরাজ।
তার সামনে দুজন চ্যালেঞ্জার। ব্লেসিং মুজারাবানি সিলেট টেস্টে ৯ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে বহুদিন পর টেস্ট জয় এনে দেন। বেন সিয়ার্স পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাত্র দুই ম্যাচে নিয়েছেন ১০ উইকেট।