ভেন্যুর পর দিনক্ষণও ঠিক হয়ে গেল আইপিএলের ১৩তম আসরের। ১৯শে সেপ্টেম্বর শুরু হবে আসরটি। ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ই নভেম্বর। আইপিএল গভর্নিং বডির চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল আজ (শুক্রবার) সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিষয়টি।
করোনা ভাইরাসের কারণে এবারের আসরটি আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আবুধাবি, দুবাই ও শারজাহ- এই তিন ভেন্যুতে ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা চলছে। এখন শুধু ভারত সরকারের অনুমতি পাওয়ার অপেক্ষায় বিসিসিআই।
অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। টুর্নামেন্টটি স্থগিত হয়ে যাওয়ার পর আইপিএল নিয়ে তোড়জোর শুরু হয় বিসিসিআইয়ের। গত মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আইপিএল।
করোনার হানায় তখন সেটি আয়োজন সম্ভব হয়নি। দ্বিতীয় দফায় সূচি পিছিয়েও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পরিকল্পনা আগাতে পারেনি বিসিসিআই। শেষ পর্যন্ত বিকল্প ভেন্যুতে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নেয় তারা। বিসিসিআইয়ের হাতে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং আরব আমিরাত, তিনটি অপশন ছিল। সবকিছু বিবেচনায় আরব আমিরাতকে বেছে নেয় ভারতীয় বোর্ড। আরব আমিরাতে আইপিএল আয়োজন এবারই প্রথম নয়। এর আগে ২০১৪ সালে নির্বাচনের কারণে দেশটিতে আইপিএলের প্রথম ২০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।