টিকটকের চীনা কোম্পানি বাইটড্যান্স অ্যাপটি বিক্রি না করলে এটি নিষিদ্ধ করার পক্ষে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। জাতীয় নিরাপত্তার স্বার্থে শুক্রবার (১৭ জানুয়ারি) বিচারপতিরা ৯-০ সংখ্যাগরিষ্ঠতায় এ রায় দেন। এ রায়ের মধ্য দিয়ে টিকটক নিষিদ্ধই থাকছে যুক্তরাষ্ট্রে। খবর আল জাজিরার।
রায়ে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ইস্যুতে কংগ্রেস যথাযথ পদক্ষেপ নিয়েছে। তবে ১৭০ মিলিয়ন আমেরিকানের জন্য টিকটক একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
আইনটি গত এপ্রিলে পাস হয়। প্রেসিডেন্ট জো বাইডেন তা অনুমোদন করেন। পরে টিকটক অ্যাপ ব্যবহারকারীরা রায়কে চ্যালেঞ্জ করে ডিসেম্বরে আপিল করে। আপিলে সেই রায় শুক্রবার বহাল রাখল দেশটির সর্বোচ্চ আদালত।
আদালত জানায়, এটি যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘন করে না।
মামলায় যুক্তিতর্কের সময় আইনজীবী এলিজাবেথ প্রিলোগার বলেছেন, টিকটকের চীনা নিয়ন্ত্রণ মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করেছে। চীন আমেরিকানদের ওপর বিপুল পরিমাণে সংবেদনশীল তথ্য সংগ্রহ করতে এবং গোপন প্রভাব ক্রিয়াকলাপে জড়িত হতে চাইছে।
কারিন জ্য পিয়েরে
হোয়াইট হাউজের মুখপাত্র কারিন জ্য পিয়েরে জানান, আইন কার্যকরের বিষয়ে পরবর্তী প্রশাসন ব্যবস্থা নেবে। ডোনাল্ড ট্রাম্প সোমবার (২০ জানুয়ারি) প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।
টিকটক বলেছে, যদি বিক্রির শেষ সময়সীমা বাড়ানো না হয় অ্যাপটি রবিবার (১৯ জানুয়ারি) থেকে বন্ধ করার পরিকল্পনা রয়েছে। এ পরিস্থিতিতে গুগল, অ্যাপলসহ টিকটকের সেবা প্রদানকারী কোম্পানিগুলোর ভূমিকা অনিশ্চিত।
জাতীয় নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উদ্বেগের প্রেক্ষাপটে আদালত জানায়, চীন দীর্ঘদিন ধরে মার্কিন ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে। টিকটক ও বাইটড্যান্সের চ্যালেঞ্জের মুখে ডিসেম্বরে নিম্ন আদালতেও রায় আইনটির পক্ষে ছিল।
রিপাবলিকান নেতা মাইক ওয়াল্টজ বলেছেন, টিকটক নিষিদ্ধ না করে বিক্রির চুক্তির জন্য অতিরিক্ত সময় দেওয়া হতে পারে। তবে নতুন প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে টিকটক পরিচালনার পরিকল্পনা করছে।