অ্যাপোলোর নতুন হাইপার কার ইভো

হাইপার কারের জগতে নতুন চমক নিয়ে এলো অ্যাপোলো অটোমোবাইল। প্রতিষ্ঠানটি তাদের গাম্পার্ট-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘অ্যাপোলো ইভো’ নামের একটি নতুন ট্র্যাক-কেন্দ্রিক হাইপার কার উন্মোচন করেছে। সবচেয়ে বড় খবর হলো, বিশ্বজুড়ে মাত্র ১০ জন সৌভাগ্যবান ক্রেতা এই গাড়িটি কেনার সুযোগ পাবেন।

অ্যাপোলো জানিয়েছে, গাড়িটিতে রয়েছে একটি ৬.৩-লিটার ভি-১২ ইঞ্জিন, যা ৮০০ হর্সপাওয়ার শক্তি উৎপাদন করতে সক্ষম। ফলে মাত্র ২.৭ সেকেন্ডে গাড়িটি ঘণ্টায় ০ থেকে ৬০ মাইল (প্রায় ৯৭ কিলোমিটার) গতি তুলতে পারে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৩৩৫ কিলোমিটার।

গাড়িটির ওজন মাত্র ১ হাজার ৩০০ কেজি। এর রেসিং-স্টাইলের সেন্ট্রাল মনোকক বা মূল কাঠামোর ওজন মাত্র ১৬৫ কেজি। ট্র্যাকের সেরা পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিশেলিন পাইলট স্পোর্ট কাপ ২ টায়ার।

বর্তমান হাইপার কারের বাজার বেশ প্রতিযোগিতাপূর্ণ। বিশেষ করে ট্র্যাক-কেন্দ্রিক গাড়ির বাজারে অ্যাস্টন মার্টিন, বুগাটি এবং ফেরারির মতো বড় ব্র্যান্ডগুলোর শক্তিশালী অবস্থান রয়েছে। পারফরম্যান্সের দিক থেকে ওইসব গাড়ির চেয়ে অ্যাপোলো ইভো কিছুটা পিছিয়ে থাকলেও এর মূল আকর্ষণ হলো এক্সক্লুসিভিটি বা দুর্লভ হওয়ার সুযোগ। মাত্র ১০টি ইউনিট তৈরি হওয়ায় এটি বিশ্বের অন্যতম বিরল গাড়ির তালিকায় নাম লেখাতে যাচ্ছে।

অ্যাপোলো ইভো মূলত তাদের আগের ‘ইন্তেনসা এমোজিওনে’ মডেলের উত্তরসূরি হিসেবে বাজারে আসছে।