অ্যাথলেটিকসের দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন

ফিনিশিং লাইন স্পর্শ করেই মোহাম্মদ ইসমাইলের উল্লাস। কিন্তু তখনো একটা দ্বিধা কাজ করছিল সবার মনে। ইসমাইল আসলেই প্রথম হয়েছেন নাকি রাকিবুল হোসেন। জাতীয় স্টেডিয়ামে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে ওঠে জাতীয় অ্যাথলেটিকসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে ৪৮তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৫। প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর শুরু হয় মূল প্রতিযোগিতা।

এবারের প্রতিযোগিতায় দেশের দ্রুততম মানব হয়েছেন ইসমাইল। ইলেকট্রনিক টাইমিংয়ে ১০.৬১ সেকেন্ড সময় নেন বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট। তিন বছর পর তিনি ফিরে পেলেন হারানো মুকুট।

ইমরানুর ইসলাম না থাকায় এবারের প্রতিযোগিতায় ফেবারিট ছিলেন ইসমাইলই। পঞ্চমবারের মতো সোনা জিতলেন তিনি। ১০.৬৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন রাকিবুল হোসেন। তৃতীয় সেনাবাহিনীর জুবাইল ইসলাম (১০.৮৯)।

১৬তম বারের মতো দ্রুততম মানবী হয়েছেন চেনামুখ শিরিন আক্তার। নৌবাহিনীর এই অ্যাথলেট দৌড় শেষ করেন ১২.০১ সেকেন্ডে। দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীরই সুমাইয়া দেওয়ান (১২.১৫ সেকেন্ড)। তৃতীয় বিকেএসপির আজমি খাতুন (১২.৫০ সেকেন্ড)।

এদিকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলে সেরা পারফরম্যান্স করতে চাইলে বাড়াতে হবে সুযোগ সুবিধা। সেদিকে এবার নজর দিতে চান ফেডারেশনের এডহক কমিটির সভাপতি মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী।

তিন দিনের আয়োজনের প্রথম দিনে বিভিন্ন ইভেন্টে বাংলাদেশ আর্মি ১০ টি পদক জয় লাভ করেছে। সমান ১০ টি পদক অর্জন করেছে বাংলাদেশ নেভি।

Comments (0)
Add Comment