জীবন এমন হওয়র কথা ছিল না; দু’চোখে স্বপ্ন ছিলো লেখাপড়া শেষ করে বিসিএস দিয়ে বড় কর্মকর্তা হবেন, দেশের সেবা করবেন। কিন্তু সেই স্বপ্ন ফিকে হয়ে গেছে। বৃদ্ধ বাবা, অসুস্থ মাকে নিয়ে সংসার চালাতে গিয়ে অনেকটা বাধ্য হয়েই ফুটপাতে চায়ের দোকান দিতে হয়েছে তাকে।
বলছি খুলনার দৌলতপুর উপজেলার কৃষক পরিবারে জন্ম দিয়া বিশ্বাসের কথা। রাজধানীর মিরপুর ২ নম্বর সেক্টরের মন্দিরের পাশে থাকালেই চোখে পড়বে একটি চায়ের দোকান।
দিয়া এসএসসি ও এইচএসসিতে বেশ ভালো ফলাফল করে বিএসএস কোর্সে ভর্তি হোন দৌলতপুর দিবা-নিশি কলেজে। কোনোমতে ভর্তি হতে পারলেও টিউশন ফি দিতে পারেননি কৃষক বাবা।
বর্তমানে মিরপুর দুই নাম্বার মন্দিরের পাশের ফুটপাতে মামাতো বোনের সহযোগিতায় ব্যবসা শুরু করে দিয়া। এই চা দোকানের উপার্জন দিয়ে চলছে পরিবারের খরচ। চা খেতে আসা অনেকে দিয়ার প্রশংসা করার পাশাপাশি সমাজের বিত্তবানদের দাঁড়ানোর কথাও বলছেন।
তবে দিয়া জানেন না, সংসাদের দায়িত্ব সামাল দিয়ে তিনি আর কখনও পড়াশুনায় ফিরতে পারবেন কি-না।