অপ্রতিরোধ্য রোনালদো থামবেন কোথায়?

দিনকে দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত ফেব্রুয়ারিতে ৪০ বছরে পা রাখার পর এখন পর্যন্ত ৩০ গোল করেছেন এই সুপারস্টার। এরই মধ্যে সাড়ে ৯ শতাধিক গোলের দেখাও পেয়েছেন সিআর সেভেন। হাজার গোলের মাইলফলক অর্জন করতে তার প্রয়োজন মাত্র ৪৭ গোল। এদিকে সৌদি প্রো লিগে ১ম বিদেশি ফুটবলার হিসেবে ১০০ গোল করা কীর্তিও গড়েছেন ৫ ব্যালন ডি অর জয়ী এই তারকা।

মূলত, ফুটবলে সবকিছুই ক্ষণস্থায়ী। আলো, করতালি, জার্সি, পারফরম্যান্স— সবকিছুতেই ধীরে ধীরে জমতে থাকে ধুলা। কিন্তু কিছু নাম থাকে অমলিন। কারণ তারা নিজেরাই সময়কে বন্দী করেন ফ্রেমে। যার সবচাইতে বড় প্রমাণ ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স যে শুধু ক্যালেন্ডারের সংখ্যা একথাটিকে বাস্তবে পরিণত করে যাচ্ছেন এই তারকা। ফুটবল মাঠে বয়সের সীমানা ডিঙ্গিয়ে অদম্য ক্ষুধা ও নিজেকে ছাড়িয়ে যাওয়ার নেশায় এখনো মত্ত এই তারকা।

গত শনিবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে নিওম স্পোর্টিংয়ের বিপক্ষে ৩-১ গোলের জয় পায় আল নাসর। যেখানে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি আসে সিআর সেভেনের পা থেকে। যা কিনা তার ক্যারিয়ারের ৯৫৩ তম গোল। সেই সাথে সৌদি লিগে ১ম বিদেশি ফুটবলার হিসেবে শত গোলের কীর্তি গড়েছেন তিনি। আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ৪০শে পা রাখার পর এটি তাঁর ৩০তম গোল। যে বয়সে বাকিরা তখন রোনালদো ছুটছেন সবুজ গালিচায়।

৯৫৩ থেকে ১ হাজার গোলের মাইলফলক অর্জন করতে আর মাত্র দরকার ৪৭ গোল। যে মানুষ ৪০ বছর বয়সেও মৌসুমে ৩০ গোল করতে পারে তার পক্ষে এটা অসম্ভবও নয়। কারণ ইতিহাস তৈরি হয় ক্লান্তিকে ভয় না পাওয়া মানুষদের দিয়ে।

তবে ৪০ পেরোনো ফুটবলারদের মাঝে সর্বোচ্চ গোলদাতা এখন আলেক্সান্ডার দুরিচের। তার গোল সংখ্যা ১১৩। হয়তো এই রেকর্ডও ছুঁয়ে ফেলবেন সিআরসেভেন। তবে সংখ্যার বাইরে যে গল্পটা দাঁড়িয়ে আছে সেটা আরও বড়। যিনি প্রতিদিন ঘুম থেকে উঠেই নিজেকে বলেন গতকালের চেয়ে আরও ভালো করতে হবে তাঁকে। নিজেকে ছাড়িয়ে যাওয়ার এই নেশাই অনন্য করেছে ৫ বারের ব্যালন ডি অর জয়ীকে।

হয়তো একদিন রোনালদো থামবেন, জার্সি তুলে রাখবেন, নিভে যাবে স্টেডিয়ামের ফ্লাডলাইটও। কিন্তু সেটি এখন নয়। রোনালদো শেষ না বলা পর্যন্ত সমাপ্তি ঘটছে না তার ক্যারিয়ারের।