‘অনুভূতি অসাধারণ’, বিয়ে প্রসঙ্গে তাহসান

বিয়ের আলোচনার মধ্যে নতুন একটি গান প্রকাশ হলো তাহসানের। গানে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা।
সোমবার (৬ জানুয়ারি) রাতে গান প্রকাশ অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই আসে তাহসানের বিয়ের প্রসঙ্গ। তিনি ব‌লেন, ‘আমি একজন সাধারণ মানুষ। বিষয়‌টি নি‌য়ে কথা ব‌লে জাতীয় ইস্যু হ‌তে চাই না। তবে আপনারা বি‌য়ের অনুভূতি জানতে চেয়েছেন, অনুভূতিটা অসাধারণ।’

তাহসা‌ন আরও বলেন, ‘আমি শুভাকাঙ্ক্ষী‌দের ভা‌লোবাসা পা‌চ্ছি, এটা নি‌য়ে খুবই আনন্দিত। সব দে‌শেই নেতিবাচকতা থা‌কে, আমা‌দের দে‌শে একটু বে‌শি চর্চা হয়। কাট‌তির জন্য এটা ঘ‌টে। আমার কাজ গান করা, গান ক‌রে যাব। আমি আর দশজন মানুষের মতোই। বিয়ে হলো আমার ব্যক্তিগত জীবনের একটা অংশ। আর্টিস্ট হিসেবে মানুষ আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কিছু জানতে চায়। তাই বিয়ের মতো এত বড় একটি বিষয় লুকিয়ে রাখতে চাইনি। এর বাইরে আমার কিছু বলার নেই।’

বিয়ের খবর আসার পর এই দম্পতিকে নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা হয়। বিষয়টি নিয়ে তাহসান বলেন, ‘আমাদের দেশের মানুষের মধ্যে রসবোধটা একটু বেশি। এছাড়া আমরা জাতিগতভাবে একটু বেশি বিচারকধর্মী। কিছু মানুষ আছেন যারা সব সময় চুলচেরা বিশ্লেষণ নিয়ে বেশি ব্যস্ত থাকেন। এটা উচিৎ না। এসব বিষয় মাথায় রাখলে এগিয়ে যাওয়া কঠিন। আমার কাজ হলো গান করে যাওয়া। এর সঙ্গে অভিনয়ের সুযোগ পেলে সেটা করব। এ বছর কিছু গানের পরিকল্পনা করেছি সেগুলো বাস্তবায়ন করার চেষ্টায় আছি।’

সোমবার প্রকাশিত ‘একা ঘর আমার’ শিরোনামে গানটি লিখেছেন ও সুরও করেছেন তাহসান। প্রকাশ করেছে অনুপম রেকর্ডিং।

Comments (0)
Add Comment