অটোচালকদের অবরোধে পিছু হটল বিআরটিএ

জরিমানা ও মামলার আদেশ বাতিল

গ্যাস অথবা পেট্রোলচালিত ৪ স্ট্রোক থ্রি-হুইলার যান চলাচল নিয়ে জারি করা জরিমানা ও মামলার আদেশ বাতিল করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। রবিবার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ স্ট্রোক থ্রি-হুইলার যান সম্পর্কিত বিআরটিএ’র ইস্যু করা সাম্প্রতিক নির্দেশনা বাতিল করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হলো এবং অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হলো।

এর আগে সকাল থেকে মিটারে না চললে জেল-জরিমানার বিধান বাতিলের দাবিতে রাজধানীর যাত্রাবাড়ী, রামপুরা, মোহাম্মদপুর ও গাবতলীসহ রাজধানীর বিভিন্ন রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করে সিএনজিচালিত অটোরিকশার চালকরা। সকাল ৮ থেকে ২ ঘণ্টা পর্যন্ত চলে এ অবরোধ কর্মসূচি।

পরে বিআরটিএর পক্ষ থেকে মামলা দেয়াওর আদেশ তুলে নেওয়ার বিজ্ঞপ্তি দিলে রাস্তা ছেড়ে দেন অটোরিকশা চালকরা। চালকদের দাবি, মিটারে গাড়ি চালাতে হলে আবার নতুন করে ভাড়া নির্ধারণ করতে হবে। আগের ভাড়ায় তারা মিটারে গাড়ি চালাবেন না।

যদি মিটার ইস্যুতে মামলা দেওয়া হয়, তাহলে আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি দেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা।

এদিকে রাস্তা অবরোধ করায় তীব্র যানজট সৃষ্টি হয় রাজধানীতে। এতে বিপাকে পড়েন অফিসগামীরা। যানজটের কারণে হেঁটেই অফিসে যেতে হয় অনেককে।