অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা আবিষ্কৃত করোনাভাইরাসের টিকা প্রয়োগে রক্ত জমাট বাঁধার কোনো লক্ষণ পাওয়া যায়নি বলে জানিয়েছে ইউরোপিয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ)।
ইউরোপের বেশ কয়েকটি দেশ অক্সফোর্ডের টিকা প্রয়োগ স্থগিত রাখার মধ্যেই আবারও এ কথা বলল সংস্থাটি।
ইএমএ’র প্রধান এমার কুক বলেছেন, তিনি ‘দৃঢ়ভাবে বিশ্বাস’ করেন, টিকা নেওয়ার সুবিধাগুলো যে কোনো ঝুঁকিকে ছাড়িয়ে গেছে। খবর বিবিসির।
ইউরোপের কয়েকটি দেশে অক্সফোর্ডের টিকা নেওয়ার ফলে কিছু মানুষের রক্ত জমাট বাঁধার যে অভিযোগ পাওয়ার গেছে তার তদন্ত চলছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশগুলোকে টিকা প্রয়োগ বন্ধ না করার আহ্বান জানিয়েছে।
অ্যাস্ট্রাজেনেকা তাদের পর্যালোচনার আলোকে বলেছে যে, ইউরোপে তাদের টিকার প্রথম ডোজপ্রাপ্ত ১৭ মিলিয়ন মানুষের মধ্যে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে ৩৭টি।
এদিকে অক্সফোর্ডের টিকার ডোজ পর্যালোচনা করতে ডব্লিউএইচও’র টিকা সুরক্ষা বিশেষজ্ঞরা মঙ্গলবার বৈঠক করছেন।
ইএমএ বলেছে, টিকা নেওয়ার লোকের তুলনায় এর প্রভাবে রক্ত জমাট বাঁধা রোগীর সংখ্যা নগণ্য।
ইমার বলেন, ‘আমরা জানি ইউরোপিয় ইউনিয়নে হাজারো মানুষের অসুস্থতাজনিত কারণে রক্ত জমাট বাঁধে। তাই আমরা চাই বর্তমানে যাদের ক্ষেত্রে এমন ঘটনা ঘটছে সেটা টিকার কারণে নাকি অন্য কারণে তা নিশ্চিত হওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘অভিযোগ নিয়ে তদন্ত চলছে। তবে আমরা এখনও নিশ্চিত যে, হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সঙ্গে সম্পর্কিত ঝুঁকিগুলোকে অক্সফোর্ডের টিকার সুবিধাগুলো ছাড়িয়ে গেছে।’
এ সংক্রান্ত ইএমএ’র তদন্তের ফল বৃহস্পতিবার প্রকাশিত হওয়ার কথা রয়েছে।