জুন, জুলাই ও আগস্ট-এ তিন মাস অভিনেত্রী রাফিয়াদ রশীদ মিথিলাকে অফিসিয়াল কাজে দেশের বাইরে সময় কাটাতে হচ্ছে। তিনি ‘ব্র্যাক’-এ দীর্ঘদিন ধরে কর্মরত। এ জন্য চাইলেই অভিনয়ে নিয়মিত থাকা তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না।
সর্বশেষ তার অভিনীত মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমা হচ্ছে ‘অমানুষ’ (বাংলাদেশ) এবং ‘আয় খুকু আয়’ (কলকাতা)। এ দুটি সিনেমার মুক্তির সময়ও তিনি অফিসের কাজে দেশের বাইরে অর্থাৎ তানজানিয়া ছিলেন।
কিছুদিন আগে তানজানিয়া থেকে কলকাতায় গিয়েছিলেন। সেখান থেকে গতকাল তিনি আবারও তানজানিয়া চলে যান। ঢাকায় ফিরবেন আগস্টে। ফিরলেও আগামী অক্টোবরের আগে নতুন কোনো সিনেমায় কাজ করা তার পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন।
তাই অক্টোবরেই মিথিলা লুবনা শারমিনের পরিচালনায় ‘নলিয়া ছড়ির সোনার পাহাড়’ নামে একটি সিনেমায় অভিনয়ের জন্য শিডিউল দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘আগামী অক্টোবরের আগে আমার কোনো শিডিউল নেই সিনেমায় কাজ করার।
পরিচালক জেনে বুঝেই আমার সিডিউল নিয়েছেন। গল্পটা আমার কাছে ভালো লেগেছে। আশা করছি কাজটিও বেশ যত্ন নিয়েই হবে।’