‘হাত দিয়ে বা রুমাল দিয়ে নাক ঢেকে হাঁচি দিন’

আপনার হাঁচির বেগ জানেন কি?

মানুষের হাঁচির গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার। একবারের হাঁচিতে বের হয় ১ লাখ তরল ফোঁটা।

করোনাভাইরাস যেভাবে কয়েক ঘণ্টা বেঁচে থাকতে পারে বাতাসে, সেখানে এক হাঁচিতেই কাত করে দিতে পারে কয়েক ডজন মানুষকে। শুধু করোনা? হাঁচি সংক্রামক রোগ ছড়ানোর বড় মাধ্যম।

আবার আপনি যখন কাশি দেন, তখন এর গতিবেগ ঘণ্টায় ৭৫ কিলোমিটার। প্রতি কাশিতে বাতাসে ছড়ায় ৩ হাজার তরল ফোঁটা।

অতএব, হাত দিয়ে বা রুমাল দিয়ে নাক ঢেকে হাঁচি বা কাশি দিন এবং উন্মুক্ত হাঁচি বা কাশি না দিতে অন্যকে সতর্ক করুন। এরপর হাত ভালো করে সাবান বা জীবাণুনাশক কিছু দিয়ে ধুয়ে নিতেও ভুলবেন না। নিজেকে এবং অন্যকে অজানা ভাইরাস থেকে মুক্ত রাখুন।

আফসার আহমেদ
সাংবাদিক,
দৈনিক কালের কন্ঠ।

Comments (0)
Add Comment