সৌদি আরবেও বন্ধ ঘোষণা- স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সৌদি আরবে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

সৌদি শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, করোনাভাইরাস যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সোমবার থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আরব নিউজের

বন্ধ ঘোষণা করা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-সব সরকারি ও বেসরকারি স্কুল, ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়।

তবে শিক্ষা কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য স্কুল ও কলেজগুলোকে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য বলেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

সৌদি শিক্ষামন্ত্রী হামিদ বিন মোহাম্মদ আল শেখ বলেছেন, স্কুল ও কলেজ বন্ধ রাখার এ সিদ্ধান্ত সাময়িক। করোনাভাইরাসের প্রাদুর্ভার একটু কমে গেলেই সব স্বাভাবিক গতিতে চলবে।

উল্লেখ্য, সোমবার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৫।

এর আগে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস আতংকে ইতালিতে সব স্কুল, কলেজ-বিশ্ববিদ্যালয় ঘোষণা করে দেশটির সরকার।

Comments (0)
Add Comment