সবকিছু ঠিক আছেঃ ট্রাম্প, জবাব দিলে যুক্তরাষ্ট্রের ভেতরে হামলাঃ ইরান

ইরাকে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে টুইট করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

টুইটে তিনি লেখেন, ‘সবকিছু ঠিক আছে। ইরাকে দুটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এখন হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করা হচ্ছে। এখন পর্যন্ত খুব ভালোই আছে। সারাবিশ্বের যেকোন স্থানে আমাদের (যুক্তরাষ্ট্রের) রয়েছে সবচেয়ে শক্তিশালী এবং সুসজ্জিত সামরিক সরঞ্জামাদি। সকালে আমি একটা বিবৃতি দেবো।’

অনেক বিশেষজ্ঞ ধারণা করছেন এই টুইটের মাধ্যমে কার্যত প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে সেসব সামরিক সরঞ্জাম ব্যবহারের দিকেই ইঙ্গিত করেছেন।

উল্লেখ্য, ইরাকে যুক্তরাষ্ট্রের দুটি বিমান ঘাঁটি- ইরবিল ও আল আসাদে কমপক্ষে এক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ওই দুটি বিমান ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করে। সেখানে কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায় নি।

এএফপির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ওই দুটি ঘাঁটিতে এক ডজনেরও বেশি ‘ব্যালাস্টিক মিসাইল’ হামলা করেছে ইরান।

মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালানোর কথা স্বীকার করেছে ইরান নিজেও। এই হামলার পাল্টা জবাব দিলে যুক্তরাষ্ট্রের ভূ-খন্ডের অভ্যন্তরে হামলা চালানোর হুমকিও দিয়ে রেখেছে ইরান।

Comments (0)
Add Comment