লকডাউন হল ঢাবির অমর একুশে হলের আবাসিক শিক্ষক ভবন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের আবাসিক শিক্ষকদের ভবন লকডাউন করে দেয়া হয়েছে। ভবনের আবাসিক শিক্ষকের পরিবারের এক সদস্যের করোনা পজেটিভ হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এটিকে লকডাউন হিসেবে ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রক্টর বলেন, অমর একুশে হলের আবাসিক শিক্ষকদের ভবনের একজন বাসিন্দা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। গতকাল তার করোনা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য স্যাম্পল কালেকশান করা হয়। আজকে তার করোনা পজেটিভ বলে ডাক্তার জানান। তারপর থেকেই ওই ভবন লকডাউন করে দেয়া হয়।

প্রক্টর জানান, ওই ভবনের সবাইকে সেলফ কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। কাউকে শঙ্কিত না হয়ে কঠোরভাবে মেডিকেলের নিয়ম-নীতি মেনে বাসায় অবস্থানের অনুরোধ জানাচ্ছি। নিজেদের সুরক্ষার জন্য, জীবন বাঁচানোর স্বার্থে তাদের সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে।

Comments (0)
Add Comment