রতন টাটা কেন বিয়ে করলেন না, ন্যানো গাড়ি বানালেন?

কী কারণে বিয়ে করেননি তা জানিয়েছেন ভারতের টাটা এমিরেটাস গ্রুপের চেয়ারম্যান রতন টাটা। সম্প্রতি হিউম্যানস অব বম্বেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি জানান। কথা বলেন অবসরজীবন, টাটা ন্যানো তৈরির পরিকল্পনা নিয়ে।

রতন টাটা বলেন, টাটা গ্রুপ অব কোম্পানিজের ব্যবসার পরিধি ও পরিসর বাড়াতে আমি নিজেকে সমর্পিত করেছিলাম। তাই বিয়ে করা হয়নি। তবে দু-তিন জন নারীকে পছন্দ হয়েছিল। বিয়ের কথা এগিয়েছিল। কিন্তু পরে দেখলাম ওদের আমার জীবনযাত্রার সঙ্গে মানিয়ে চলতে অসুবিধা হবে। তাই আর বিয়ে করিনি।

তিনি বলেন, টাটা সংস্থার কর্মরতদের জীবনযাত্রার মানের উন্নতি হয়েছ। কিন্তু সংস্থাগুলো যে এলাকার; তার স্থানীয় মানুষের জীবনযাত্রার মানের কোনও উন্নতি হয়নি। উদাহরণস্বরূপ রতন টাটা বলেন, জামশেদপুরে আমাদের কর্মীরা ধারে-ভারে বেড়েছিলেন। কিন্তু আশপাশের গ্রামগুলোর কোনও উন্নয়ন হয়নি। আমাদের লক্ষ্য ছিল ওদেরও জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটানো। তার দাবি, ‘সস্তায় ক্যান্সার চিকিৎসা থেকে গ্রাম ভারতের উন্নয়ন; মানুষের জন্য যা যা করতে পারবে, সেটাই করবে টাটা ট্রাস্ট।’

ন্যানো প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, আমি দেখতাম ঝড়-জল- বৃষ্টিতে একটা পরিবার বাইকে চেপে ঘুরছে। সওয়ারি তিন-চারজন। সেই কষ্ট লাঘব করতে এবং জীবনের ঝুঁকি কমাতে আমরা বিকল্প আনার কথা ভাবি। যখন ন্যানো প্রথমে বাজারে ছাড়া হয়, তখন দাম একটু বেশি ছিল। কিন্তু আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম স্বল্প মূল্যে সেই গাড়ি বাজারে আনব। আর সেই কথা রেখেছি। আমি এখনও সেই গাড়ির জন্য গর্বিত আর সিদ্ধান্ত নিয়েছি বাজারে থাকবে সেই গাড়ি।

Comments (0)
Add Comment