ভারতের মহারাষ্ট্রে আঘাত হেনেছে নিসর্গ

ভারতের মহারাষ্ট্র উপকূলে দুপুর ১ টা নাগাদ আঘাত হেনেছে ঘূর্ণিঝড় নিসর্গ। রাজ্যটিতে ইতোমধ্যে তুমুল বৃষ্টিপাত শুরু হয়েছে। এর আগে গতকাল রাতেই রাজ্যটির মুম্বাই শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

দেশটির আবহাওয়াবিদরা বলছেন, বাতাসে ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২৫ কিলোমিটার হতে পারে। এ ছাড়া সাড়ে ছয় ফুট পর্যন্ত উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্র ছাড়াও গুজরাট, দামান, দিউ, দাদরা ও নগর হাভেলি অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।

ধারণা করা হচ্ছে মুম্বাইয়ে বিকাল নাগাদ আঘাত হানতে পারে নিসর্গ। ইতিমধ্যে মহারাষ্ট্রের ১৯ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সেইসঙ্গে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনার ৪৩ টি দল প্রস্তুত রাখা হয়েছে।

এর ঠিক দুসপ্তাহ আগেই বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পান ভারতের পশ্চিমবঙ্গে সাগরদ্বীপ ঘেঁষে উপকূলে আঘাত হেনেছিল। ওই ঝড়ে রাজ্যের কলকাতা-সহ দক্ষিণ ২৪ পরগণা জেলায় ও বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Comments (0)
Add Comment