বীরেন্দ্র শেবাগের বাড়িতে পঙ্গপালের হানা!

ভারতের প্রাক্তন মারকুটে ব্যাটসম্যান, অধিনায়ক বীরেন্দ্র শেবাগ ইনস্টাগ্রামে পঙ্গপাল আক্রমণের ভিডিও পোস্ট করেছেন। শনিবার তার বাড়ির আশেপাশেই ওদের ঘুরতে দেখা গেছে।

উত্তর ভারতের গুরগাওয়ের বিভিন্ন অংশের আকাশে ছেয়ে গেছে পঙ্গপালের দল। বীরেন্দ্র শেবাগের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে তার বাড়ির আকাশেও ভর্তি পঙ্গপালের দল। তিনি সেই ভিডিও পোস্ট করে লেখেন, ‘‘পঙ্গপালের হানা, একদম আমার বাড়ির উপরে হামলা।”

গুরগাওয়ের বাসিন্দারের বাড়ির দরজা-জানালা বন্ধ করে রাখতে বলা হয়েছিল শুক্রবার থেকেই। কারণ আগাম আশঙ্কা করা হয়েছিল পঙ্গপাল আক্রমণের।

৪১ বছরের প্রাক্তন ক্রিকেটার শেবাগ সম্প্রতি অন্য রাজ্যে আটকে পড়া শ্রমিকদের সাহায্যার্থে সামনে এসেছিলেন যারা করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন।

ভারতের হয়ে শেবাগ দুটো ট্রিপল সেঞ্চুরি করেছিলেন টেস্ট ক্রিকেটে। দেশের হয়ে ১০৩টি টেস্ট, ২৫১টি ওডিআই খেলেছেন তার ১৩ বছরের কেরিয়ারে। টেস্ট ক্রিকেটে তাঁর ব্যাট থেকে এসেছে ৮৫৮৬ রান। একদিনের ক্রিকেটে তাঁর রান ৮২৭৩।

এনডিটিভি অবলম্বনে।।

Comments (0)
Add Comment