বাংলাদেশ ভ্রমণে আগেই ভিসা নিতে হবে: সৌদি দূতাবাস

ঢাকাস্থ সৌদি আরবের দূতাবাস জোর দিয়ে জানিয়েছে যে, বাংলাদেশে ভ্রমণকারী সৌদি নাগরিকদের এই দেশে আসার আগেই ভিসা নিতে হবে। দূতাবাস বলছে, বাংলাদেশের দায়িত্বশীল কর্তৃপক্ষ এটা স্পষ্ট করেছে যে সৌদি ভ্রমণকারীদের এদেশে অবতরণের সময় অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হবে না।

বৃহস্পতিবার সৌদি আরবের ইংরেজি দৈনিক সৌদি গ্যাজেট এর এক প্রতিবেদনে বলা হয়- সৌদি দূতাবাস তার নাগরিকদের বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশের আগে ভিসা পাওয়ার গুরুত্ব সম্পর্কে সতর্ক করেছে যাতে তারা ‘যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যেতে বাধ্য হওয়া’র বিষয়টি এড়াতে পারেন।

প্রতিবেদনে বলা হয়ঃ বাংলাদেশে ভ্রমণ করতে ইচ্ছুক সৌদি নাগরিকদের অবশ্যই দেশটির রাজধানী রিয়াদে অবস্থিত বাংলাদেশের দূতাবাস বা জেদ্দায় অবস্থিত কনস্যুলেট জেনারেল থেকে ভিসা নিতে হবে। দূতাবাস এটাও উল্লেখ করেছে যে, সৌদি নাগরিকরা বাংলাদেশের বিমানবন্দরে এন্ট্রি ভিসা পাবেন না।

Comments (0)
Add Comment