বাংলাদেশে যুক্তরাজ্য ছাড়া ইউরোপ থেকে আসা সব ফ্লাইট বাতিল

করোনাভাইরাস মোকাবেলায় যুক্তরাজ্য ছাড়া ইউরোপের বাকি দেশগুলো থেকে যাত্রীবাহী সব ফ্লাইট ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার রাতে রাজধানীর মিন্টোরোডে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, রোববার মধ্যরাত থেকে ইউরোপের সঙ্গে আগামী ১৪ দিন বিমান চলাচল বন্ধ থাকবে। এই সময়ে ইউরোপীয় দেশগুলোর নাগরিকদের বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসাও বন্ধ থাকবে। তবে যুক্তরাজ্য ও তুরস্ক এর আওতার বাইরে।

এছাড়া করোনা ঠেকাতে ৩১ মার্চ পর্যন্ত বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে প্রবেশে অন অ্যারাইভাল ভিসা সুবিধাও বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

Comments (0)
Add Comment