ফেসবুক ও ইনস্টাগ্রামে নিষিদ্ধ থাকছেন ট্রাম্প

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে নিষিদ্ধই থাকছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে কোম্পানির ‘ওভারসাইট বোর্ড’।

ট্রাম্পকে চিরতরে নিষিদ্ধের বিষয়টি পর্যালোচনা করে একটি যৌক্তিক শাস্তির ব্যবস্থা করার কথা জানিয়েছে বোর্ড। যা সাধারণের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

গত জানুয়ারিতে ট্রাম্পের মেয়াদের শেষের দিকে ক্যাপিটল হিলে তার অনুসারীদের হামলার ঘটনার পর সাবেক এ প্রেসিডেন্টকে নিষিদ্ধ করে ফেসবুক। কোনো প্রেসিডেন্টের ক্ষেত্রে এটি নজিরবিহীন।

পরে বিষয়টি পর্যালোচনার জন্য ফেসবুকের ২০ সদস্যের ওভারসাইট বোর্ডে যায়, যা ‘ফেসবুকের সুপ্রিম কোর্ট’ হিসেবে পরিচিতি পেয়েছে। সেই বোর্ড থেকেই এই সিদ্ধান্ত এলো।

Comments (0)
Add Comment