প্রচলিত পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয় না ৪৯ ভাগ রোগীর

এলাইজা ও আরটি-পিআর পদ্ধতিতে ডেঙ্গু পরীক্ষার পরামর্শ

প্রচলিত পরীক্ষায় ৪৯ ভাগ রোগীর ডেঙ্গু শনাক্ত হয় না। চিকিৎসকেরা জানান, এ জন্য তারাই জটিলতায় ভোগেন বেশি। নির্ভুল রিপোর্ট পেতে এনএস-ওয়ান এলাইজা ও আরটি-পিআর পদ্ধতিতে ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনের গবেষণায় এসব তথ্য উঠে আসে।

জানা গেছে, ডেঙ্গু শনাক্তে কোন ধরনের পরীক্ষা বেশি কার্যকর, সেটি বের করতে গত বছর ২০০ রোগীর নমুনা পরীক্ষা করে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন। এর মধ্যে আরটি-পিআর ও এলাইজা পদ্ধতিতে ১২৪টি নমুনায় ডেঙ্গু শনাক্ত হয়। আর এনএস-ওয়ান আইসিটি পরীক্ষায় ধরা পড়ে ৯৩টি নমুনায়। গবেষণায় দেখা যায়, এনএস-ওয়ান আইসিটির তুলনায় আরটি-পিআর ও এলাইজা পদ্ধতিতে ডেঙ্গু পরীক্ষা বেশি নির্ভুল।

ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন ভাইরোলজি বিভাগের প্রধান ডা. আরিফা আকরাম বর্না বলেন, ‘ডেন টু থেরো টাইপের হয়তো জিনগত কোনো একটি বৈশিষ্ট্য পরিবর্তন হয়েছে। যার জন্য ওই ডেন টু থেরো টাইপের রোগীগুলো এনএস-১ আইসিটিতে পজিটিভ হচ্ছে না। যেহেতু ডেঙ্গুর চিকিৎসায় তেমন কোনো পার্থক্য নেই, পজিটিভ হোক আর নেগেটিভ হোক আমরা সিবিসি করলে জানতে পারব। কিন্তু তারপরও কেউ কেউ তো কনফার্ম হতে চায়। এই কনফার্মেশনের জন্য যখন এনএস-১ আইসিটি নেগেটিভ আসবে তখন এনএস-১ অ্যালাইসির পক্ষে।’

এনএস-ওয়ান আইসিটি পরীক্ষায় সহজে ও অল্প সময়ে ডেঙ্গু পরীক্ষা করা যায়। তবে এই পদ্ধতিতে সঠিক শনাক্তের হার ৫১ ভাগ। ফলে অর্ধেক রোগীর ভুল রিপোর্ট পাওয়ার শঙ্কা থাকে। এতে চিকিৎসা দেরিতে শুরু হলে রোগীর মৃত্যুঝুঁকি বাড়ে বলে জানান বিশেষজ্ঞরা।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল্লাহ ইউসুফ বলেন, যতগুলো ভাইরাস সার্কুলেট হচ্ছে, তার মধ্যে একটাই ভাইরাসে প্লাটিলেট কমে যায়, এটিই হলো ডেঙ্গু। আবার আরেকটি আছে চিকনগুনিয়া। এটি ডেঙ্গুর সাথে এত মিল যে দ্বিধার মধ্যে পড়তে হয়। ফলে এদের পার্থক্য করা ক্লিনিক্যালি কঠিন হয়ে যায়।

ডা. আব্দুল্লাহ ইউসুফ বলেন, এনএস-১ এর সঙ্গে যদি আমরা সিবিসিটা করে হেমাটোক্রিকটা দেখতে পারি আর প্লাটিলেট কাউন্টটা যদি দেখতে পারি তাহলে একটা ক্লু দিয়ে দেবে।

২০০ নমুনার মধ্যে ডেঙ্গুর ধরন ডেন-টু ৯৬ জন, ডেন-থ্রি ৩০ জন এবং ডেন-টু ও থ্রিতে আক্রান্ত ছিলেন ২ জন রোগী।

Comments (0)
Add Comment