নাহিদা সোবহান মধ্যপ্রাচ্যে প্রথম বাংলাদেশী নারী রাষ্ট্রদূত

গোটা মধ্যপ্রাচ্যে প্রথম বাংলাদেশি নারী রাষ্ট্রদূতের নিয়োগ পেয়েছেন নাহিদা সোবহান। তিনি বর্তমানে জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন নাহিদা সোবহানকে জর্ডানে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে তিনি নেদারল্যান্ডস এর ‘একাডেমি অফ ইন্টারন্যাশনাল ল’ থেকে ‘পাবলিক ইন্টারন্যাশনাল ল’ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন এবং ফ্রান্স এর ‘পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইনস্টিটিউট’ থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন।

ইংরেজির পাশাপাশি তিনি ফরাসী ভাষায়ও দক্ষ।

নাহিদা পররাষ্ট্র ক্যাডারের ১৫ ব্যাচের কর্মকর্তা। চাকরি জীবনে তিনি রোম, জেনেভা ও কলকাতার বাংলাদেশ মিশনে কাজ করেছেন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাহিদাকে নিয়োগের তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Comments (0)
Add Comment