নতুন বছরে নতুন গাড়ি, চমকে দেবে মারুতি সুজুকি

নতুন বছরে একটা নয়, একাধিক গাড়ি আনার পরিকল্পনা করছে মারুতি সুজুকির। মাইক্রো এসইউভির বাজারে জমি শক্তি করতে নতুন গাড়ি আনার ঘোষণা করেছে সংস্থাটি। এটি ছাড়াও তিন সারি আসনের গাড়ি আনতে চলেছে মারুতি।

বিক্রির নিরিখে চমক দিয়েছে ব্যালেনো, ব্রেজ্জা, গ্র্যান্ড ভিটারার মতো গাড়ি। সেই ধারা বজায় রাখতে এন্ট্রি-লেভেল গাড়ি আনার প্রস্তুতি শুরু করে দিয়েছে সংস্থাটি। তাছাড়া গাড়ির দাম রাখা হবে মধ্যবিত্তের সামর্থ্যের কথা মাথায় রেখেই।

অটোকারের রিপোর্ট অনুযায়ী, এই গাড়ি ছাড়া তিন সারি আসনের একটি ফ্যামিলি কার নিয়ে আসার পরিকল্পনা রয়েছে মারুতির। দেশের ইউটিলিটি গাড়ির বাজারে  ২০ শতাংশ শেয়ার রয়েছে মারুতি সুজুকির, সেই পরিমাণ বাড়াতে কোমর বেধে নেমেছে তারা।

সূত্রের খবর অনুযায়ী, আসন্ন এন্ট্রি-লেভেল এসইউভির কোডনেম থাকতে চলেছে Y43। এছাড়াও একটি মাল্টি পারপোজ ভেহিকেল আনতে চলেছে সংস্থা। দুই গাড়ি ২০২৫ থেকে ২০২৭ সালের মধ্যে লঞ্চ হতে পারে। এটি ছাড়াও আরও একটি গাড়ি আনছে মারুতি সুজুকি, যা সম্পূর্ণ ইলেকট্রিক।

এক সংবাদমাধ্যমকে সংস্থার এমডি এবং সিইও জানিয়েছেন, তাদের ঝুলিতে খুব বেশি  এসইউভি নেই। তাই সেই শূণ্যস্থান পূরণ করতে চায় তারা। বাজারে ৫৫টি এসইউভি বিক্রি হচ্ছে। সেখানে মারুতি সুজুকির কাছে রয়েছে মাত্র ৪টি। এই মুহূর্তে এসইউভি ক্যাটাগরি মূলত দুটি – ৪ মিটার এবং ৪.৩ মিটার।

এই মুহূর্তে সংস্থা কাছে হাই-রাইডিং হ্যাচব্যাক রয়েছে যেমন S-Pressom, Ignis এবং Baleno। তবে মারুতি যে গাড়িটি আনতে চলেছে তা Tata Punch এবং Hyundai Exter-কে টেক্কা দিতে পারে। যেহেতু এন্ট্রি-লেভেল গাড়ি হতে চলেছে তাই শোরুমে পা রাখলে বড় চমক হতে পারে।

পরিসংখ্যান বলছে, ভারতে যত যাত্রীবাহী গাড়ি বিক্রি হয় তার মধ্যে 48 শতাংশ SUV। অর্থাৎ স্পষ্ট ইউটিলিটি গাড়ির বাজার এই মুহূর্তে সবথেকে বৃদ্ধির পথে রয়েছে। হ্যাচব্যাক এবং সেডানের বিক্রি যেখানে কমছে, সেখানে SUV-এর বিক্রি বেড়েছে ২৫ শতাংশ।

Comments (0)
Add Comment