টোকিও অলিম্পিকের নতুন সূচি

করোনা ভাইরাসের কারণে এক বছরের জন্য স্থগিত হয়েছে টোকিও অলিম্পিক। এই ইভেন্টের নতুন দিন-তারিখ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ও আয়োজক জাপান প্রায় চূড়ান্ত করে ফেলেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

নাম প্রকাশ না করে কয়েকটি সূত্রের বরাত দিয়ে জাপানের জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, ২০২১ সালের ২৩ জুলাই পর্দা উঠবে টোকিও অলিম্পিকের। সমাপনী ৮ আগস্ট। তবে এ ব্যাপারে আইওসি বা আয়োজকদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা আইওসি’র প্রধান টমাস বাখের আহ্বানে আসন্ন অলিম্পিক প্রায় এক বছর পিছিয়ে দেওয়ার ঘোষণা দেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। আধুনিক অলিম্পিকের ১২৪ বছরের ইতিহাসে এই প্রথম স্থগিতের নির্দেশনা আসলো। যদিও যুদ্ধাবস্থার কারণে ১৯৪০ সালের টোকিও আসরসহ বেশ কয়েকটি আসর বাতিলের ইতিহাস আছে অলিম্পিকে।
অলিম্পিক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত জাপানের জন্য বড় এক অর্থনৈতিক ধাক্কা। কেননা এই ইভেন্টের জন্য এরই মধ্যে ১২০০ কোটি ডলার বিনিয়োগ করেছে দেশটি।।

Comments (0)
Add Comment