‘খালেদা জিয়াকে জীবিত নিয়ে যেতে পারব কি না সন্দেহ’

‘খালেদা জিয়াকে জীবিত নিয়ে যেতে পারব কি না সন্দেহ’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার মেজ বোন সেলিমা ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, তাকে হাসপাতাল থেকে জীবিত অবস্থায় নিয়ে যেতে পারবেন কি না, তা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে। উনার শরীরের অবস্থা খুব খারাপ।

আজ শনিবার বিকেলে বিএসএমএমইউতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বের হওয়ার সময় তিনি এ কথা বলেন।
সেলিমা ইসলাম বলেন, খালেদা জিয়ার এখন যে অবস্থা আমি সরকারকে বলব মানবিক কারণে হলেও তাকে মুক্তি দিন।

এর আগে শনিবার বিকেল সোয়া ৩টার দিকে খালেদা জিয়ার পরিবারের সদস্যরা তাকে বিএসএমএমইউতে দেখতে যান। এ সময় ছিলেন মেজ বোন সেলিমা ইসলাম, ভাই শামীম ইস্কান্দারসহ পরিবারের পাঁচ সদস্য।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডাদেশ নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি রয়েছেন খালেদা জিয়া। শারীরিক অসুস্থতার কারণে ২০১৯ সালের ১ এপ্রিল তাকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন খালেদা জিয়া।

Comments (0)
Add Comment