কোনো শিক্ষিত তরুণ-তরুণী বেকার থাকবে না: পলক

যথাযথ শিক্ষাগ্রহণ করলে বাংলাদেশে কোনো শিক্ষিত তরুণ-তরুণী বেকার থাকবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার সকালে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজ মাঠে সিংড়া আইসিটি ফ্রিল্যান্সিং ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পলক বলেন, দেশে ১০ লাখ আইটি ফ্রিল্যান্সিং তৈরি করা হবে। তারুণ্যের শক্তি বাংলাদেশের শক্তি। দক্ষতা আর মেধা দিয়ে নিজেকে তৈরি করতে পারলে সবাই তোমাদের পেছনে পেছনে ঘুরবে। সূর্যের মতো নিজেকে জ্বালিয়ে-পুড়িয়ে তৈরি করতে হবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, সদ্য বিদায়ী ইউএনও এমএম সামিরুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।

Comments (0)
Add Comment