এসএ গেমসে বাংলাদেশের প্রথম সোনা দিপু চাকমার

১৩তম সাউথ এশিয়ান গেমস (এসএ গেমস) এ প্রথম সোনা জিতেছে বাংলাদেশ। তায়কোয়ান্দোর পুরুষ একক পুমসে ইভেন্টে বাংলাদেশকে সোনা এনে দেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য দিপু চাকমা। তায়কোয়ান্দো ডিসিপ্লিনে ছেলেদের একক পুমসায় ঊর্ধ্ব-২৯ শ্রেণিতে ভারতের প্রতিযোগীকে হারিয়ে সোনা জেতেন রাঙামাটির দিপু।

বাংলাদেশকে প্রথম পদক এনে দেন হুমাইরা আক্তার। ললিতপুর কারাতে ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত ব্যক্তিগত কাতায় হুমাইরা আক্তার অন্তরা তৃতীয় হন, জেতেন ব্রোঞ্জ। একই খেলায় সোনা জিতেছে পাকিস্তান। এটি তাদের প্রথম সোনা। আর রৌপ্য গেছে স্বাগতিক নেপালের ঘরে।

এছাড়া কাতায় ছেলেদের এককেও ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। কাতায় চার প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়ে ব্রোঞ্জপদক জেতেন বাংলাদেশের হাসান খান।

Comments (0)
Add Comment