ঈদ জামাতে করোনা থেকে মুক্তির, ফিলিস্তিনসহ নিপীড়িত মুসলমানদের জন্য প্রার্থনা

বছর ঘুরে এলো ঈদ। এক মাস সিয়াম সাধনা শেষে বিশেষ এই দিনে প্রতিটি মুসলমানের ঘরে ঘরে বইছে আনন্দ। করোনায় নানা বিধিনিষেধও বৃহৎ এই উৎসবকে ততটা ম্লান করতে পারেনি। মুসুল্লিরা দুচোখের পানি ফেলে মহান স্রষ্টার কাছে করোনামুক্তির জন্য দোয়া করেছেন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। করোনাভাইরাস মহামারীর মধ্যে শারীরিক দূরত্বের নিয়ম মেনে এ জামাতে অংশ নেন মুসলমানরা। এ সময় মুসল্লিদের উপস্থিতিতে বায়তুল মোকাররমের ভেতরের অংশ পূর্ণ হয়ে যায়। এ কারণে মসজিদের বাহিরের অংশেও বিপুল পরিমাণ মুসুল্লিদের নামাজে অংশ নিতে দেখা যায়।

এ সময় পুলিশ ও মসজিদ কতৃপক্ষের পক্ষ থেকে মুসুল্লিদের স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করার জন্য উৎসাহিত করতে দেখায়। প্রধান ফটকে মাস্ক বিতরণ করতেও দেখা গেছে।

এদিকে, ইসরায়েলি দখলদারদের অব্যাহত আগ্রাসনে গাজায় ১০৯ ফিলিস্তিনির প্রাণ গেছে। সেই নিপীড়িত মুসলমানদের জন্য ঈদের দিনে প্রার্থনা করেছে বিশ্ববাসী। বাংলাদেশেও ঈদের জামাতের পর মসজিদে মসজিদে দোয়া হয়েছে নিপীড়িত-নির্যাতিত সব মুসুল্লিদের হেফাজত কামনায়।

Comments (0)
Add Comment