ইতালি থেকে আরও ১৫৫ বাংলাদেশি দেশে ফিরলেন

করোনা ভাইরাসে আক্রান্ত দ্বিতীয় সর্বোচ্চ দেশ ইতালি থেকে রোববারও (১৫ মার্চ) দেশে ফিরেছেন ১৫৫ জন প্রবাসী বাংলাদেশি। সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব বাংলাদেশি পৌঁছান বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।

জানা যায়, প্রাথমিকভাবে হিট ডিটেক্টর দিয়ে সবার তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এরপর দেওয়া হবে হেলথ কার্ড। সেখানে তারা কোথায় ভ্রমণ করেছেন এবং কোনো ধরনের শারীরিক সমস্যা আছে কি-না সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেবেন। পরে প্রাথমিকভাবে তাদের আশকোনা হজ ক্যাম্পে অস্থায়ী কোয়ারেন্টাইনে রাখা হবে।

এর আগে শনিবার (১৪ মার্চ) দিনগত রাত ১টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ইতালি থেকে ৫৮ জন দেশে আসেন। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর তাদের গাজীপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালেও ইতালি থেকে দেশে ফিরেছেন ১৪২ বাংলাদেশি। পরে তাদের নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইন পাঠানো হয়।

Comments (0)
Add Comment