আফগানিস্তানে নারীদের জন্য ধাত্রী প্রশিক্ষণ বন্ধ হলো

নারীর উচ্চশিক্ষার অবশিষ্ট সুযোগটুকুও বন্ধ করে দিল শাসকগোষ্ঠী

তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে নারীদের জন্য বন্ধ হচ্ছে সব ধরনের সুযোগ-সুবিধা। একে একে নারী সংশ্লিষ্ট মন্ত্রণালয় বাতিল, নারীদের পড়াশোনা, চলাফেরা, পোশাক, খেলাধুলা, পার্কে যাওয়ার মতো বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এবার নিষেধাজ্ঞা এল নার্স ও ধাত্রী প্রশিক্ষণে। এর মাধ্যমে নারীর উচ্চশিক্ষার অবশিষ্ট সুযোগটুকুও বন্ধ করে দিল শাসকগোষ্ঠীটি।

আফগানিস্তানে ধাত্রী ও নার্স প্রশিক্ষণ নিচ্ছেন এমন কয়েকজন নারী সংবাদমাধ্যম বিবিসিকে জানান, তাদের ক্লাসে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর কখনও হয়তো ক্লাসে ফেরাই হবে না বলে আশঙ্কার কথা জানান আফগান নারীরা।

আফগানিস্তানজুড়ে অন্তত পাঁচটি আলাদা প্রতিষ্ঠানও বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছে। তালেবান তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তবে এখন পর্যন্ত তালেবান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে আদেশটি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা জানায়, আফগানিস্তানে নারীদের মেডিকেল কলেজে পড়াশোনায় নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান। তালেবান নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার জারি করা আদেশটি গত মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। এর আগের দিন কাবুলে সমস্ত মেডিকেল কলেজের প্রধানদের একটি বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। কর্মকর্তা এবং অংশগ্রহণকারীরা নাম প্রকাশ না করার শর্তে ভয়েস অব আমেরিকাকে একথা জানান। কারণ তাদের নির্দেশ দেওয়া হয়েছিল, তারা যেন বিষয়টি নিয়ে প্রকাশ্যে আলোচনা না করেন।

মানবাধিকার আইনজীবী এবং বিদেশী কূটনীতিকরা এই নির্দেশনার নিন্দা জানিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে পুরুষশাসিত আফগান সমাজে ধাত্রী, নার্স এবং স্বাস্থ্যকর্মীসহ লাখ লাখ নারীকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিচর্যার পরিষেবা থেকে বঞ্চিত করা হবে। কারণ পুরুষ চিকিৎসকদের নারী রোগীদের চিকিৎসা করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান।

Comments (0)
Add Comment