বাইডেন বললেন, তিনি জায়নবাদী

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাইডেন বলেন, তিনি একজন জায়নবাদী।

ইসরায়েলের প্রধানমন্ত্রী ও তার যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যদের আশ্বস্ত করে বাইডেন বলেন, ‘আমি মনে করি না যে জায়নবাদী হওয়ার জন্য আপনাকে একজন ইহুদিই হতে হবে এবং আমি নিজেই একজন জায়নবাদী।’ খবর রয়টার্সের

তেল আবিবের একটি হোটেলের বলরুমে এক রুদ্ধদ্বার বৈঠকে বাইডেন এই মন্তব্য করেন। বৈঠক সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

বাইডেন একজন আইরিশ বংশোদ্ভূত ক্যাথলিক। ইসরায়েলের সঙ্গে সখ্য প্রকাশে বাইডেন আগেও একই ধরনের শব্দ ব্যবহার করেছেন।

বাইডেন ‘ইসরায়েলের বন্ধু’ হিসেবে পরিচিত। ইসরায়েলের সঙ্গে তার বন্ধন দীর্ঘদিনের। চলমান সংঘাতে তিনি ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.