মালেশিয়ায় ভূমিধসে ১৩ জন নিহত

মালেশিয়ায় ভূমিধসে শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যুর হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া ২৫ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে দেশটির সেলাঙ্গর রাজ্যে এ ঘটনা ঘটে বলে। খবর রয়টার্স ও দ্য স্ট্রেইটস টাইমসের। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জালিহা মুস্তফা বলেন, এ পর্যন্ত ১৩ জন নিহত হয়েছেন; নিখোঁজ রয়েছেন আরও ২৫ জন। এখন পর্যন্ত ৬০ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

সেলাঙ্গর রাজ্যে একটি জৈব খামারের ক্যাম্প সাইটে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৩টায় ভূমিধসের ঘটনাটি ঘটে। কুয়ালালামপুরের বাটাং কালি শহরের প্রায় ৫০ কিলোমিটার উত্তরের ওই এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জনপ্রিয়। জেলা পুলিশের প্রধান সুফিয়ান আবদুল্লাহ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ভূমি ধসে প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে পাঁচ বছরের এক শিশুও রয়েছে। প্রায় ৪০০ উদ্ধারকর্মী উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্প সাইটে আনুমানিক ৩০ মিটার উচ্চতা থেকে ভূমিধস হয়েছে।

সেলাঙ্গরে এর আগেও ভূমিধসের ঘটনা ঘটে।

রাজ্যটিতে এখন বর্ষা মৌসুম চলছে, তবে সেখানে এখনও ভারি বৃষ্টি বা ভূমিকম্প রেকর্ড করা হয়নি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.