২৬ জনের প্রাণহানি : স্পিডবোট মালিক গ্রেপ্তার

মাদারীপুরের শিবচরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে ২৬ জনের প্রাণহানির ঘটনায় হওয়া মামলায় সেই স্পিডবোটটির মালিক চান মিয়া ওরফে চান্দুকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার (৯ মে) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেন।
খন্দকার আল মঈন বলেন, সম্প্রতি স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। এতে সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর র‍্যাব অভিযান শুরু করে মামলার এজহারনামীয় আসামি স্পিডবোট মালিক চান মিয়া ওরফে চান্দুকে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

গত ৩ মে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথের কাঁঠালবাড়ী ঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা বাল্কহেডে ধাক্কা দিয়ে উল্টে যায় যাত্রীবোঝাই একটি স্পিডবোট। সেখান থেকে একে একে উদ্ধার করা হয় শিশুসহ ২৫ জনের মরদেহ। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো একজন। জীবিত উদ্ধার করা হয় পাঁচজনকে।
ঘটনার দিন রাতেই স্পিডবোটটির মালিক-চালকসহ চারজনের নামে মামলা হয়। আসামিদের মধ্যে ঘাটের ইজারাদারও রয়েছেন। ঘটনা তদন্ত করতে মাদারীপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজহারুল ইসলামকে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

You might also like

Leave A Reply

Your email address will not be published.