২৫ জানুয়ারি থেকে পল্লবীতেও থামবে মেট্রো রেল

আগামী ২৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশনেও থামবে মেট্রো রেল। গত ২৮ ডিসেম্বর থেকে চালু হওয়া মেট্রো রেল বর্তমানে সরাসরি আগারগাঁও স্টেশনে থামে। মাঝে আর কোথাও থামে না।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের সভাকক্ষে সাংবাদিকদের এই তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

এই কর্মকর্তা জানান, এমআরটি লাইন-৬ এর পল্লবী স্টেশনটি ওইদিন থেকে সর্বসাধারণের জন্য খোলা হবে।

গত ২৮ ডিসেম্বর মেট্রো রেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম ধাপে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালু হয়েছে। চলতি বছরের ডিসেম্বর নাগাদ মতিঝিল পর্যন্ত চালু হওয়ার কথা রয়েছে। আর ২০২৫ সালের মধ্যে মেট্রো রেল যাবে কমলাপুর পর্যন্ত।

You might also like

Leave A Reply

Your email address will not be published.