১০০ কাপড়ের দামে এক পোড়া কাপড় কিনলেন মিম!

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন দেশের শিল্পীরা। এবার ১০০ কাপড়ের দামে একটি ঝলসে যাওয়া কাপড় কিনে সেই তালিকায় নাম লেখালেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন বুধবার (৫ এপ্রিল) মিমের কাপড় কেনার কয়েকটি ছবি পোস্ট করে লিখেছে, ‘চিত্রনায়িকা মিম আগুনে ঝলসে যাওয়া জামা কিনে নিয়েছে ১০০ কাপড়ের দামে!

ক্যাপশনে আরও লেখা হয়েছে, ‘জামাটি স্পর্শ করলেন যত্ন নিয়ে, অনুভব করতে চেয়েছেন আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া বঙ্গবাজারের সাথে সংশ্লিষ্ট মানুষদের। এরপর চেক লিখে হস্তান্তর করেন বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীদের কাছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি শেয়ার করেছেন অভিনেত্রী নিজেও। তার এই মানবিক কাজের জন্য নেটিজেনরা বাহবা দিচ্ছেন।

এর আগে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে পোড়া কাপড় কেনেন শিল্পী তাহসান ও চিত্রনায়িকা বুবলী।

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আগুনে পুড়ে যাওয়া কাপড় কিনে নিয়েছে বিদ্যানন্দ। পোড়া কাপড়গুলো বিক্রি করে প্রাপ্ত অর্থ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে তুলে দিতে চায় সংগঠনটি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.