সোমালিয়ার শিক্ষা মন্ত্রণালয়ে গাড়িতে বোমা বিস্ফোরণ: নিহত ১০০

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে শিক্ষা মন্ত্রণালয়ে জোড়া গাড়িবোমা হামলায় শতাধিক নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০০ জন। আজ রোববার দেশটির রাজধানীর শিক্ষা মন্ত্রণালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।

দেশটির রাষ্ট্রপতি রোববার এক বিবৃতিতে এসব কথা বলেছেন। কারা এ হামলা চালিয়েছে তা জানা না গেলেও সাম্প্রতিক বছরগুলোতে মোগাদিশু ও এর আশপাশে জঙ্গিগোষ্ঠী আল শাবাব এ ধরনের অনেক হামলা চালিয়েছে।

পুলিশ ক্যাপ্টেন নুর ফারাহ বলেন, দুটি গাড়িবোমা মন্ত্রণালয়ের দেয়ালে আঘাত হানে। তিনি বলেন, প্রথম বোমাটি আঘাত হানার পর অ্যাম্বুলেন্স ও লোকজন যখন হতাহতদের সরিয়ে নিতে আসে, তখনই দ্বিতীয় বিস্ফোরণটি হয়।

মন্ত্রণালয় পাহারার দায়িত্বে থাকা হাসান নামে এক পুলিশ কর্মকর্তা জানান, তিনি অন্তত ১২টি মৃতদেহ এবং ২০ জনের বেশি আহত দেখেছেন।

বিস্ফোরণস্থলের কাছেই থাকা এক সাংবাদিক জানান, দু্টি বোমাই বিস্ফোরিত হয়েছে কয়েক মিনিটের ব্যবধানে। বিস্ফোরণের শব্দে আশপাশের অনেক ভবনের জানালাও চুরমার হয়ে গেছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.