সুনাককে শুভেচ্ছা জানালেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং নতুন বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। দুই প্রভাবশালী দেশের দুই শীর্ষ নেতার মধ্যে আলোচনার সময় বাইডেন যুক্তরাজ্যকে নিজ দেশের “ঘনিষ্ঠ মিত্র” বলে অভিহিত করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় সুনাককে প্রথম ফোনকলে শুভেচ্ছা জানান বাইডেন। ওদিকে, আগামী সপ্তাহে ইন্দোনেশিয়ায় জি-২০ সম্মেলনে বাইডেনের সাথে দেখা করবেন সুনাক। ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র এসব খবর নিশ্চিত করেছেন বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

ডাউনিং স্ট্রিট প্রকাশিত বিশদ বিবরণ অনুযায়ী, দুই নেতার মধ্যে ফোনালাপে ক্রমবর্ধমান শক্তি হিসেবে চীনের উত্থানের বিষয়টিও আলোচনায় উঠে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

ওই মুখপাত্র বলেন: “প্রেসিডেন্ট বাইডেন প্রধানমন্ত্রী পদে তার (সুনাক) নিয়োগের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন এবং দুই নেতাই একসাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছেন। বাইডেন বলেছেন, যুক্তরাজ্য এখনো আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে রয়ে গেছে। প্রধানমন্ত্রীও (দুই দেশের) সম্পর্কের বিশাল শক্তির ব্যাপারে সম্মত হয়েছেন। দুই নেতা দ্বিপাক্ষিকভাবে এবং ইন্দো-প্যাসিফিকের মতো অঞ্চলে যুক্তরাজ্য-মার্কিন সহযোগিতার পরিধি নিয়ে আলোচনা করেছেন যেখানে অকাস চুক্তি (চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্র, বৃটেন ও অস্ট্রেলিয়ার নিরাপত্তা চুক্তি) স্থিতিশীলতা বৃদ্ধি এবং চীনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় আমাদের প্রচেষ্টার অংশ।”

You might also like

Leave A Reply

Your email address will not be published.