যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ১০০ মিলিয়ন ডলারের প্রকল্প : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, আধা সামরিক বাহিনীর নেতৃত্ব দেওয়ার সময় তিনিসহ কিছু র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, এটা ১০০ মিলিয়নের প্রজেক্ট। এই নিষেধাজ্ঞা হলো তার ফলাফল। এর সাথে সত্যের কোনো সম্পর্ক নেই।

গত বৃহস্পতিবার রাতে (নিউইয়র্ক সময়) যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে তার সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন।

তিনি বলেন, ২৫ মিলিয়ন ডলারে তার নেপথ্যে তিন বছর ধরে একটি চক্রের নিয়োগ দেয়া চারটি লবিং ফার্ম কাজ করেছে। এই সংস্থাগুলো অবশেষে মার্কিন সরকারকে র‌্যাব এবং আমার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য রাজি করাতে সক্ষম হয়েছিল।

অনুষ্ঠানে বেনজির আবারো স্পষ্ট করেছেন, মার্কিন সরকার যে জোরপূর্বক গুম করার অভিযোগ করেছে তার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

সূত্র : ইউএনবি

You might also like

Leave A Reply

Your email address will not be published.