ভারতে এই প্রথম অ্যাপল স্টোর উদ্বোধন

ভারতের মুম্বাইয়ে অ্যাপল ব্র্যান্ডের প্রথম স্টোর উদ্বোধন করেন অ্যাপল সিইও টিম কুক।

অ্যাপল ব্র্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক মঙ্গলবার (১৮ এপ্রিল) মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে ভারতে অ্যাপল ব্র্যান্ডের প্রথম স্টোর উদ্বোধন করেছেন।

মুম্বাই শহরে অ্যাপল তাদের প্রথম স্টোর উন্মোচন করেছে। বান্দ্রা কুরলা কমপ্লেক্সে এক্সক্লুসিভ স্টোরের উদ্বোধন করতে আইফোন নির্মাতা অ্যাপল সিইও টিম কুক ভারত সফর করছেন।

অ্যাপল স্টোরটি এমন সময়ে খুলল যখন অ্যাপল ভারতে ২৫ বছর উদযাপন করছে। আগামী বৃহস্পতিবার দিল্লিতে দ্বিতীয় অ্যাপল স্টোর খোলা হবে। শক্তিশালী অ্যাপ ডেভেলপার, ইকোসিস্টেম, টেকসই, ভারতজুড়ে কমিউনিটি প্রোগ্রাম এবং স্থানীয় উৎপাদন ছাড়াও ভারতে অ্যাপল বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে নামছে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, ভারতে অ্যাপল ব্র্যান্ডের পর পর দুটি রিটেইল স্টোর উদ্বোধন বলে দিচ্ছে ভারতে অ্যাপল বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করবে। ফলে আইফোন ভারতের স্মার্টফোন বাজারে বড় ধরনের ধাক্কা দেওয়ার বার্তাই জানান দিচ্ছে।

ভারতে বিদেশি পণ্যের বেচাকেনা করতে কঠোর নিয়মনীতি মেনে সরকারি অনুমতি নিতে হয়। ফলে সুদীর্ঘ সময়ের প্রচেষ্টা শেষে অ্যাপল ভারতে তাদের ব্র্যান্ড স্টোর খুলতে সামর্থ্য হয়েছে। ভারত বিদেশি পণ্য বিক্রিতে উৎস করে ছাড় দেয় না।

ভারতের সেলুলার অ্যান্ড ইলেক্ট্রনিক্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, এপ্রিল ২০২২ থেকে ফেব্রুয়ারি ২০২৩ সালের মধ্যে ভারত থেকে রপ্তানি করা মোট ৯০০ কোটি রুপির স্মার্টফোন বাজারের অর্ধেকটাই দখলে রেখেছে আইফোন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.