ভারতকে ইনিংস হারের লজ্জা ইংল্যান্ডের

ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে বিরাট কোহলির ভারত। ভারতকে ইনিংস ও ৭৬ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে জো রুট বাহিনী।

প্রথম ইনিংসে ৭৮ রানে অল-আউট হওয়া ভারত দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২৭৬ রানে। অলিভার রবিনসনের দুর্দান্ত বোলিংয়ে চোখের পলকে আজ চতুর্থ দিনের এক সেশনেই তাদের ৮ উইকেট পড়ে যায়। ২৬ ওভারে ৬ মেডেনসহ ৬৫ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রবিনসন।

ভারতের ম্যাচ বাঁচানোর লড়াইয়ে আজ (শনিবার) দিনের খেলার শুরুতেই বড়সড় ধাক্কা খেল। এক রানও যোগ করতে পারেননি পুজারা। ওলি রবিনসনের বলে এলবিডব্লিউ হয়ে চেতেশ্বর পুজারা প্যাভিলিয়নে ফেরেন আগের দিনের স্কোরেই (৯১ রান)।

অধিনায়ক ভিরাট কোহলি অর্ধশত রান পূর্ণ করলেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। অর্ধশত রান করে কোহলি দলকে শেষরক্ষা করতে পারেননি। ৫৫ রানে রবিনসনের বলেই ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে।

এরপর রিশাভ পান্ট আজিঙ্কা রাহানেরা ক্রিজে ছিলেন ক্ষণিকের অতিথি। উইকেটে মাথা তুলে দাঁড়াতেই পারেননি তাঁরা। পান্ট ফেরেন ১ রানে এবং রাহানের রান ১০। মোহাম্মদ শামি (৬), ইশান্ত শর্মাও (২) দ্রুত আউট হয়ে যান। শেষ মুহূর্তে ইনিংসে হার বাঁচানোর চেষ্টা চালালেও পারেননি রবীন্দ্র জাদেজা। ৩০ রানে ওভারটনের বলে বাটলারের কাছে ক্যাচ দিয়ে ফিরে যান তিনিও।

শেষ পর্যন্ত ২৭৮ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। আর ইংল্যান্ড ইনিংস এবং ৭৬ রানে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল। ইংলিশ বোলারদের মধ্যে ৬৫ রান দিয়ে পাঁচ উইকেট দখলে নেন ওলি রবিনসন। জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার।

You might also like

Leave A Reply

Your email address will not be published.