বিশ্বকাপে আমাদের ভালো করার সম্ভাবনা বেশি: সাকিব

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে পরপর তিন বছরে পড়ে গেছে ক্রিকেটের তিনটি বিশ্বকাপ। যার দুইটিই আবার এশিয়ার মাটিতে। চলতি বছর আরব আমিরাত ও ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৩ সালে ভারতের মাটিতে হবে ওয়ানডে বিশ্বকাপ। মাঝে অস্ট্রেলিয়ায় হবে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এই তিন বিশ্বকাপের দুইটিতে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের সম্ভাবনা দেখছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার মতে, এশিয়ার মাটিতে হতে যাওয়া বিশ্বকাপ দুইটিতে বাংলাদেশ দলের সেমিফাইনাল যাওয়া অসম্ভব হবে না। এখনও পর্যন্ত কোনো বিশ্বকাপের সেমিতে ওঠেনি বাংলাদেশ।

আসন্ন বিশ্বকাপগুলোতে বাংলাদেশের সম্ভাবনা কেমন দেখছেন? এমন প্রশ্নের জবাবে দেশের শীর্ষস্থানীয় এক দৈনিকে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেছেন, ‘আমার কাছে মনে হয়, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে আমাদের ভালো করার সম্ভাবনা বেশি।’

তিনি আরও বলেন, ‘এমন না যে ২০২২-র টায় সুযোগ নেই। তবে ২০২২ সালে অস্ট্রেলিয়াতে খেলা হওয়ায় আমাদের জন্য একটু কঠিন হওয়া স্বাভাবিক। সে তুলনায় আরব আমিরাত ও ভারত আমাদের পরিচিত জায়গা। সুতরাং আমাদের জন্য ভালো করার সুযোগ এ দুই বিশ্বকাপে বেশি। সুযোগ একটু বেশি থাকবে।’

সেই ভালোর মাত্রাটা কেমন? কত দূর পর্যন্ত যেতে পারে বাংলাদেশ? সাকিবের উত্তর, ‘ছন্দে থেকে ভালো ক্রিকেট খেলতে পারলে সেরা চারে যাওয়া অসম্ভব হবে না। আমরা তো এখন পরিণত দল। ক্লিক করলে আরও বেশি কিছুর চিন্তা করা যেতে পারে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে রয়েছে পাঁচ ম্যাচের সিরিজ। অসিদের বিপক্ষে দেখা গেছে খুব নিচু ও ধীরগতির উইকেটে খেলা হয়েছে। যে কারণে তেমন একটা রানের দেখা মেলেনি।

সেই সিরিজ জেতার পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে কেমন কন্ডিশন চান সাকিব? উত্তরে তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টি যেখানেই খেলা হোক, সাধারণত ভালো উইকেটে খেলা হয়। নিউজিল্যান্ডের সঙ্গে বেটার উইকেটে খেলে যেতে পারলে আমাদের জন্য হয়তো ভালো হবে।’

তবে মূল সিদ্ধান্তটা টিম-ম্যানেজম্যান্টের কাঁধেই ছেড়ে দিয়েছেন সাকিব, ‘তবে এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, তারা কোন উইকেটে বা কী ধরনের উইকেটে খেলে যেতে চায়। যেটাই হোক, আমাদের মানিয়ে নিতে হবে। যেহেতু আমাদের দেশে খেলা, তাই অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.