বিদ্যুৎ ছাড়া অর্থনীতির ধ্বংস অনিবার্য: দক্ষিণ আফ্রিকার মন্ত্রী
সাম্প্রতিককালে খুব বড় ধরনের বিদ্যুৎ সংকটের মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। দিনের পর দিন লোডশেডিংয়ে নাকাল দেশটির অর্থনীতি। এই যখন অবস্থা তখন ‘বিদ্যুৎ ছাড়া যে কোন দেশেরই অর্থনীতি ধ্বংস হতে বাধ্য’ বলে মন্তব্য করেছেন দেশটির খনিজ সম্পদ ও জ্বালানি বিষয়ক মন্ত্রী গুয়েদে মানতাশি।
দক্ষিণ আফ্রিকার সর্ববৃহৎ বিজনেস সাইট ‘বিজনেসটেক’ এ খবর দিয়ে জানায়ঃ
মঙ্গলবার কেপটাউনে ‘২০২২ আফ্রিকা এনার্জি উইক কনফারেন্স’ এ ভাষণ দেওয়ার সময় মন্ত্রী আফ্রিকান নেতাদেরকে বিদ্যুতের সার্বজনীন এক্সেস সরবরাহের আহ্বান জানিয়ে বলেন, “অর্থনীতির জন্য বিদ্যুৎ গুরুত্বপূর্ণ। জ্বালানি বিশেষ করে বিদ্যুৎ ছাড়া কোন (দেশের) অর্থনীতিই সেই জাতির স্বার্থ নিশ্চিত করতে পারে না। এই ধরনের অর্থনীতির পতন অনিবার্য।”
আফ্রিকানরা ‘জ্বালানি দারিদ্র্যে’ ভুগছে এবং সেটি অনেক দিন ধরেই বলেও মন্ত্রী যোগ করেন।