বিজেপি চিরকাল ক্ষমতায় থাকবে না: রাহুল

রাহুল গান্ধী বলেছেন, বিজেপি চিরদিন ক্ষমতায় থাকবে এবং দেশ থেকে কংগ্রেস চিরতরে বিদায় নিয়েছে- এমন ধারণা রাখা হাস্যকর। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় লন্ডনের একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বর্তমানে ব্রিটেন সফর করছেন রাহুল গান্ধী।

ভারতীয় রাজনীতির পরিবর্তনশীল প্রকৃতির দিকে মনোযোগ দিতে পারেনি কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট, সেই কারণেই মুখ থুবড়ে পড়েছে এই জোট বলেও মন্তব্য করেন তিনি। রাহুল বলেন, ‘ইউপিএ জোট গ্রামের দিকে বেশি নজর দিলেও শহরের দিকে বিশেষ নজর দেয়নি। এটা বাস্তব। সেই কারণেই এই জোটকে মানুষ মেনে নেয়নি।’

এদিকে বিজেপি প্রসঙ্গে রাহুল বলেন, ‘বিজেপি ১০ বছর ক্ষমতায় থাকার আগেই কংগ্রেস ১০ বছর ক্ষমতায় ছিল। বিজেপি বিশ্বাস করে, তারা অনন্তকাল ক্ষমতায় থাকবে। এমন ধারণা করা ভুল আর যারা ভাবছেন কংগ্রেসের সময় শেষ তাদেরও বলব, আপনাদের এই ধারণা হাস্যকর।’

রাহুল গান্ধী আরো যোগ করে বলেন, ‘যদি স্বাধীনতা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দেখা যায়, তা হলে কংগ্রেসই বেশির ভাগ সময় ক্ষমতায় ছিল।’

এদিকে ব্রিটেন সফরে গিয়ে চীনের প্রশংসা করায় কেন্দ্রীয় মন্ত্রী রাহুলকে ‘বিশ্বাসঘাতক’ বলেছেন। অনুরাগ ঠাকুরের মতে, বিদেশের মাটিতে চীনের প্রশংসা করা মানে ভারতকে অপমান করা।

সূত্র : আনন্দবাজার

You might also like

Leave A Reply

Your email address will not be published.