বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের সফর সূচি প্রকাশ

হারলেই সিরিজ হাতছাড়া, জিতলে ড্র করার সুযোগ। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ওয়েস্ট ইন্ডিজের গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা।

আর এরইমধ্যে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর সূচি ঠিক করল বিসিবি।

সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ২২ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তামিম-মাহমুদউল্লাহরা।

ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। তার আগে ২৫ জুলাই একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা।

সূচি অনুযায়ী, ২৮ জুলাই হবে প্রথম ওয়ানডে, এরপর আগামী ৩০ জুলাই ও ১ আগস্ট হবে সিরিজের শেষ দুই ওয়ানডে।

ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে টি-টোয়েন্টির লড়াই। আগামী ৪, ৬ ও ৮ আগস্ট মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ। সব ম্যাচই অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে।

উইন্ডিজ সফর শেষে বাংলাদেশ দল ঢাকায় ফিরবেন আগামী ১৮ জুলাই। অর্থাৎ দেশে ফিরে এক সপ্তাহও বিশ্রামের সুযোগ নেই তামিম-রিয়াদদের।

You might also like

Leave A Reply

Your email address will not be published.