বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপে টাইগারদের নেতৃত্বে থাকছেন মাহমুদ উল্লাহ রিয়াদ। স্কোয়াডে মোট ১৫ জনকে রাখা হয়েছে। এছাড়া রিজার্ভ তালিকায় আছেন আরো দুই ক্রিকেটার।

আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিশ্বকাপের দল ঘোষণা করেন। নির্বাচক কমিটির বাকি দুই সদস্য হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাকও সেখানে উপস্থিত ছিলেন।

স্পিনারদের তালিকায় আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, নাসুম আহমেদ ও মেহেদী হাসান। তিন পেসার হলেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। তাদের সঙ্গে রয়েছেন পেসারের ভূমিকায় দেখা যাবে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকেও। স্কোয়াডে জায়গা পেয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। দলে জায়গা হয়নি মোসাদ্দেক হোসেন সৈকতের। ১৭ অক্টোবর বাছাই পর্বের ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।

একনজরে বাংলাদেশের স্কোয়াড:

মাহমুদ উল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারি।

রিজার্ভ: আমিনুল ইসলাম বিপ্লব ও রুবেল হোসেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.