প্রাথমিকের এক কোটি ১০ লাখ শিক্ষার্থী ১০০০ টাকা পাবে

‘কিডস অ্যালাউন্স’ হিসেবে আগামী মার্চে এক হাজার করে টাকা পাবে প্রাথমিক বিদ্যালয়ের এক কোটি ১০ লাখ শিক্ষার্থী। এ টাকা দিয়ে নতুন জামা, জুতা ও ব্যাগ কিনতে পারবে তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী প্রাথমিক শিক্ষার্থীরা এ টাকা পাচ্ছে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয় প্রয়োজনীয় অর্থ ছাড় করেছে বলেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

জানা যায়, উপবৃত্তি ও কিডস অ্যালাউন্স বাবদ অর্থ মন্ত্রণালয় থেকে তিন হাজার ৫০০ কোটি টাকা ছাড় করা হয়েছে। এ টাকা থেকে নিয়মিত এক কোটি ১০ লাখ শিক্ষার্থী কিডস অ্যালাউন্স হিসেবে প্রায় এক হাজার ১০০ কোটি টাকা পাবে। আর উপবৃত্তির তিন কিস্তির বকেয়াও পরিশোধ করে দেওয়া হবে এ টাকা থেকে।

বৃহস্পতিবার এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, কিডস অ্যালাউন্স ও উপবৃত্তির বকেয়া টাকা দিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেয়েছি। যে কোনো সময় এ টাকা বিতরণ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর টাকাটা শিক্ষার্থীদের হাতে তুলে দিতে চাই উপহার হিসেবে। এতে তারা নতুন উদ্যমে ক্লাসে ফিরতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুব তাড়াতাড়ি খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.